আমি বাধা গ্রস্থ


Sajjadur Rahman

 আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত নানা কারণে বাধা গ্রস্থ হয়েছি কিন্তু কারও কাছে বলতে পারিনি। তবে লিখে যাবো চিন্তা করেছি তাই লিখলাম। যে বাধা গ্রস্থ হয় সেই বুঝতে পারে যে, এই বাধা তাকে কতটা বেদনা দেয়। আর কতটা সে পিছিয়ে পরে।

১। আমি বাধা গ্রস্থ হয়েছি জন্মের সময় আমাকে পৃথিবীতে আসতে দিবেনা করণ আমি মেয়ে অথবা ছেলে।

২। পড়া শোনায় বাধা গ্রস্থ কারণ আমাকে পড়তে হবে ইংলিশ মিডিয়ামে বা স্কুল কলেজে আমাকে হতে হবে বাবা-মার প্রপার্টি। দিতে হবে অনেক টাকা পয়সা আর সম্মান।

৩। বিবাহের বয়স নিয়ে বাধা গ্রস্থ কারণ আমার বিবাহের বয়স এখনো হয়নি ১৮ বা ২১ অথচ আমার যৌবন আমাকে তাড়িয়ে বেড়াচ্ছে। আমি জড়িয়ে যাচ্ছি অবৈধ প্রেম লিলায়। 

৪। বিবাহে বাধা গ্রস্থ হয়েছি বেকারত্বের কাছে। আমার বিবাহ হয়নি কারণ আমি বেকার। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেও আমি বেকার। বেকার মানে বেকার নই আমি প্রাইভেট চাকুরি করি। আমি বেকার কারণ আমার সরকারি চাকরি নাই।

৫। চাকরি পেতে ঘুষের কাছে বাধা গ্রস্থ। আমি সরকারি চাকরি পেয়েছিলাম কিন্তু আমি ঘুষ দেয়নি তাই আমার চাকরিটা হয়নি। করণ আমি জানি ঘুষ দেয়া নেয়া দুটাই অপিরাধ। আমার বাবা বল্ল বাবা সারাজীবন হাড় ভাঙ্গা কিছু টাকা আছে নিয়ে যা তার পরেও চাকরিটা কর। চাকরি না থাকলে বিবাহ করবি কিভাবে এখন বেকারের কাছে মেয়ে দিতে চায়না। অবশেষে দিলাম কিন্তু তাও আমার চাকরিটা হয়নি কারণ আমার চেয়ে বেশি টাকা দিয়ে আরেকজন বিত্তশালী নিয়ে নিছে। অথবা আমার চেয়ে কম টাকা দিয়ে আরেকজন প্রভাবশালী নিয়ে নিছে। আর আমি চাকরিও পাইনি আমার বাাবার সারাজীবনের হাড় ভাঙ্গা টাকাও পাইনি।

 

 

সমাজের অগ্রগতিতে বাধা সৃষ্টিকারী কারণগুলির মধ্যে রয়েছে দুর্নীতি, দারিদ্র্য, বেকারত্ব, কুসংস্কার, শিক্ষার অভাব, সামাজিক অস্থিরতা, যুব সমাজের অবক্ষয়, এবং প্রাকৃতিক দুর্যোগ। এই কারণগুলি সমাজের বিভিন্ন স্তরে সমস্যা তৈরি করে এবং সামগ্রিক উন্নয়নে বাধা দেয়।

 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মহানবি সাঃ এর মুখের লালা।

শয়তান যে ৩ কাজে মানুষকে সবচেয়ে বেশি ধোঁকা দেয় ।

মুসলিম সমাজে মসজিদের ভূমিকা