বিবাহ বিচ্ছেদ বৃদ্ধির কারন সমুহ।
বিবাহ বিচ্ছেদ বৃদ্ধির কারন সমুহ।-মাওলানা সাজ্জাদুর রহমান #hasan solution
সম্পর্ক করে হোক বা পারিবারিক ভাবে বিয়ে করার পরে হোক নানা কারণেই অনেক দম্পতির মধ্যে দেখা দেয় নানা সমস্যা। এর প্রেক্ষিতে বিয়ের পরে তালাক বা ডিভোর্সের মাধ্যমে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। এবং এর প্রবণতা দিনে দিনে বেড়েই চলছে। এই বিবাহ বিচ্ছেদের বিভিন্ন কারণ নিচে তুলে ধরা হল:

১। ইসলামী শিক্ষা ও অনুশাষন না থাকা।
২। শারীরিক সমস্যা।
৩। নামাজ না পড়া।
৪। চাহিদা পূরণ না করা।
৫। ব্যক্তিত্বের অমিল।
৬। সঠিক যোগাযোগের অভাব।
৭।পরিবারের সদস্যদের অনধিকার চর্চা।
৮।ধয্যের অভাব।
৯।অতিরিক্ত ঝগড়া।
১০। মানসিক প্রশান্তির অভাব।
১১। অত্যাচার।
১২। ক্যারিয়ার গত সমস্যা।
১৩। পরিস্কার পরিচ্ছন্নতা।
১৪। বাল্য বিবাহ।
১৫। সহ শিক্ষা।
১৬। অশ্লিলতা।
১৭। মাদক।
১৮। যৌতুক প্রথা।
১৯। পরকীয়া।
২০। সামাজিক যোগাযোগ মাধ্যম।
২১। শারীরিক-মানসিক নির্যাতন।
২২। সন্দেহ।
২৩। নারী-পুরুষের অবাধ মেলামেশা।
২৪। নারী অধিকার নামক কাল সাঁপ।
২৫। বউ-শাশুরীর যুদ্ধ।
২৬। খারাপ আচরণ।
২৭। মায়ের কথা শুনে বাচ-বিচার না করা।
২৮। পর্নগ্রাফি স্টাইলে মিলন করা।
২৯। মানষিক বিকৃতি।
৩০। তালাক প্রাপ্তা ও বিবাহিত হওয়া।
সম্মানিত পাঠক বৃন্দ উপরল্লেখিত সমস্ত কারন গুলোর বিশদ বিস্তারিত ব্যখ্যা রয়েছে। আর্টিকেল টি বড় হয়ে যাবে বিধায় এখানেই শেষ করছি। তবে যদি কারো কোন বিষয়ে জানার বা পড়ার থাকে তাহলে দেরি না করে আজই বিষয়টি লিখে মেইল করুন এই ঠিকানায়:- sasazzad50@gmail.com
#Hasan Solution
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন