পোস্টগুলি

জুলাই, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

আমি বাধা গ্রস্থ

ছবি
Sajjadur Rahman  আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত নানা কারণে বাধা গ্রস্থ হয়েছি কিন্তু কারও কাছে বলতে পারিনি। তবে লিখে যাবো চিন্তা করেছি তাই লিখলাম। যে বাধা গ্রস্থ হয় সেই বুঝতে পারে যে, এই বাধা তাকে কতটা বেদনা দেয়। আর কতটা সে পিছিয়ে পরে। ১। আমি বাধা গ্রস্থ হয়েছি জন্মের সময় আমাকে পৃথিবীতে আসতে দিবেনা করণ আমি মেয়ে অথবা ছেলে। ২। পড়া শোনায় বাধা গ্রস্থ কারণ আমাকে পড়তে হবে ইংলিশ মিডিয়ামে বা স্কুল কলেজে আমাকে হতে হবে বাবা-মার প্রপার্টি। দিতে হবে অনেক টাকা পয়সা আর সম্মান। ৩। বিবাহের বয়স নিয়ে বাধা গ্রস্থ কারণ আমার বিবাহের বয়স এখনো হয়নি ১৮ বা ২১ অথচ আমার যৌবন আমাকে তাড়িয়ে বেড়াচ্ছে। আমি জড়িয়ে যাচ্ছি অবৈধ প্রেম লিলায়।  ৪। বিবাহে বাধা গ্রস্থ হয়েছি বেকারত্বের কাছে। আমার বিবাহ হয়নি কারণ আমি বেকার। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেও আমি বেকার। বেকার মানে বেকার নই আমি প্রাইভেট চাকুরি করি। আমি বেকার কারণ আমার সরকারি চাকরি নাই। ৫। চাকরি পেতে ঘুষের কাছে বাধা গ্রস্থ। আমি সরকারি চাকরি পেয়েছিলাম কিন্তু আমি ঘুষ দেয়নি তাই আমার চাকরিটা হয়নি। করণ আমি জানি ঘুষ দেয়া নেয়া দুটাই অপিরাধ। আমার বাবা বল্ল বাবা সারাজীব...