মহানবি সাঃ এর মুখের লালা।

Sajjadur Rahman মহানবি সাঃ এর মুখের লালা। মহানবী (সাঃ) কে আল্লাহ তায়ালা মানব জাতি সহ সারা বিশ্বের সকল কিছুর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছিলেন। শুধু উনার শিক্ষা এবং আদর্শ ই কেবল মানুষের জন্য শান্তি ও বরকতের উ ৎ স ছিল ো না বস্তুত পক্ষে উনার সকল কিছূই ছিলো মানুষের জন্য উপকারী । আল্লাহপাক উনার মধ্যে অপকারী কোন কিছুই রাখেন নি । এমনি এক আশ্চর্য মুজিজা হলো মহানবী (সাঃ) এর পবিত্র মূখের লালা । সাধারণতঃ দেখা যায় একজন মানুষের মুখের লালা আরেকজন মানুষের জন্য কোন উপকার বয়ে আনেনা । আর যদি মানুষটি অসুস্থ বা অপরিস্কার হয় তাহলে তো তা অবশ্যই ক্ষতিকর । মহানবী (সাঃ) এর লালা ছিলো ব্যতিক্রম বরং উনার মুখের লালা ছিল অসুস্থ ব্যক্তির জন্য শিফা বা রোগ মুক্তির উছিলা। *** রোগ মুক্তিতে নবিজির মুখের লালা- ১। হযরত সাহাল ইবনে সাদ(রাঃ) হইতে বর্নীত আছে যে , খায়বর যুদ্ধের সময় নবী করীম (ছঃ) বলেন , আগামীকাল এই পতাকা আমি এমন একজনের হাতে দিব যাহার হাতে খয়বরকে আল্লাহ বিজয় দান করবেন । যেই লোক আল্লাহ ও তাঁহার রাসূলকে ভালবাসে , আল্লাহ ও তাঁহার ...