পোস্টগুলি

জুলাই, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

আমার কিডনিতে পাথর কেন হয়েছে?

ছবি
Sajjadur Rahman আমার কিডনিতে পাথর প্রতিটি মানুষের  শরীরের রক্ত পরিশোধনকারী অঙ্গ হচ্ছে কিডনি। আর সেই কিডনিতে সমস্যা দেখা দিলে দেহের বর্জ্য নিষ্কাশন সুচারুরূপে হয়না। তাই শরীরের সুস্থতার জন্য কিডনি ভালো থাকা প্রয়োজন।   কিডনির মূল সমস্যা।  কিডনির মূল সমস্যা হচ্ছে পাথর জমা। কিডনিতে পাথর আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। অবশেষে আমি নিজেও এই রুগে আক্রান্ত হয়ে গেলাম। কেন  আমার কিডনিতে পাথর হলো? কিডনিতে পাথর হলে এক সময় মানুষ বুঝতনা জানতে পারতনা অসহ্য ব্যাথার যন্ত্রনায় কাতরাতে কাতরাতে এক সময় মৃত্যুর কোলে ঢলে পড়ত। আমারও ঠিক একি অবস্থা  হয়েছে। রাতের পর রাত দিনের পর দির  কাতরাতে হয়েছে। কিন্তু কেন কিডনিতে আমার পাথর হলো। আমার কয়েকটি বদ অভ্যাসের কথা তুলে ধরা হলো ১। আমি খাবারের সময়  প্রচুর পরিমাণে কাঁচা লবণ খেতাম। যেটা  স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। কারণ লবণে সোডিয়াম খুব সহজে জমা হতে থাকে কিডনিতে। এছাড়া অতিরিক্ত সোডিয়াম সমৃদ্ধ খাবারের কারণেও কিডনিতে পাথর জমার ঝুঁকি বাড়ে। ২। আমার জীবনে আমি খুব কম পরিমাণে পানি পান করেছি। পানি পান না করাটা আমাকে আজকে এই পর্যায়ে ...