পোস্টগুলি

এপ্রিল, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

শোভাযাত্রায় অংশ না নেওয়ায় ইবির ছাত্রী হলে দুপুরের খাবার বন্ধ। বিস্তারিত কমেন্টে।

ছবি
Sajjadur Rahman ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে আনন্দ শোভাযাত্রায় অংশ না নেওয়ায় ছাত্রীদের একটি হলের দুপুরের বিশেষ খাবার বন্ধের নির্দেশ দিয়েছেন প্রভোস্ট। বিশেষ খাবার দেওয়া হবে এজন্য ডাইনিংয়ের নিয়মিত খাবারও রান্না হয়নি। এতে ভোগান্তিতে পড়েন হলটির ছাত্রীরা। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের খালেদা জিয়া হলে এ ঘটনা ঘটে।  হল সূত্রে জানা যায়, বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের খালেদা জিয়া হলে দুপুরে পান্তাভাত, ভর্তা ও রুই মাছ ভাজির আয়োজন করা হয়। এছাড়াও নববর্ষ উদযাপন উপলক্ষ্যে সকালে হল থেকে আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রায় আশানুরূপ শিক্ষার্থী উপস্থিত না হওয়ায় হলটির প্রভোস্ট অধ্যাপক ড. জালাল উদ্দিন হতাশ হয়ে তাৎক্ষণিক দুপুরে পান্তাভাতের আয়োজনটি বন্ধ ঘোষণা করেন এবং রাত ৯টায় শিক্ষার্থীদের নিয়ে মিটিংয়ের আহ্বান জানান।  এদিকে হলের ডাইনিংয়ে দুপুরের স্বাভাবিক খাবারের আয়োজনও করা হয়নি। এর ফলে হলটির আবাসিক শিক্ষার্থীরা দুপুরের খাবার নিয়ে চরম ভোগান্তিতে পড়েন।  এ ঘটনার পর মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে হলটির আবাসিক শিক্ষার্থীদের মাঝে। শিক্...